জাতীয়বাংলাদেশলিড নিউজ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪২, শনাক্ত ২৪৮৫

এবিএনএ : দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১৭০তম দিনে ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৮৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৭ হাজার ৮৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। গতকালের চেয়ে আজ ৮ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৪ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৯৮৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গতকালও মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৪ শতাংশ। আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। গতকালের চেয়ে ২৬০ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬০ দশমিক ৭৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৭৭ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৮৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৫১২ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১০ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৯৭৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৮ দশমিক ২৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৩ শতাংশ বেশি। দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৫৬ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৭৫ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১০ হাজার ৯৫৯ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৭১৬টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৯১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৮২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১০ হাজার ৮০১ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ৫৮১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। বাসস

Share this content:

Back to top button