এবিএনএ: যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর কয়েক দিন বাকি আছে। তা নিয়ে এরই মধ্যে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, কোনো প্রার্থী মধ্যবর্তী নির্বাচনের পরাজয় মেনে না নেওয়া দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার বিবিসির অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া বাইডেন আগামী ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমেরিকানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ডেমোক্র্যাট এই নেতা বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা ষড়যন্ত্র এবং বিদ্বেষে ছড়াচ্ছে।
বিভিন্ন পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যেতে পারে, আর সিনেটের আধিপত্য যেকেউ নিতে পারে। দেশটিতে বর্তমানে মধ্যবর্তী নির্বাচন ঘিরে নির্বাচনি প্রচারণা জমে উঠেছে। ডেমোক্র্যাট প্রার্থীদের জেতাতে প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি প্রচারণার মাঠে নেমেছেন বারাক ওবামাও। অন্যদিকে ট্রাম্পের দলও মাঠ কাঁপাচ্ছেন।