বিনোদনলিড নিউজ

নিজের গায়ে হলুদে নাচলেন শবনম ফারিয়া (ভিডিও)

এবিএনএ: দীর্ঘদিন ধরেই শোবিজ পাড়ায় মডেল-অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত বছর মাঝামাঝিতে নিজের বিয়ের খবর নিজেই জানান দেন ‘দেবী’খ্যাত এই অভিনেত্রী। সে সময় তিনি জানান, গোপনে নয়, খুব ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। আর নিজের বিয়েতে বেশ আনন্দও করবেন এই অভিনেত্রী। সঙ্গে নিজের বিয়ের খবরও দেন শবনম ফারিয়া।

তিনি জানান, তার বরের নাম হারুনুর রশীদ অপু। নতুন বছরের শুরুর দিকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে। এবার আসা যাক, ফারিয়া ও অপুর বিয়ের খবরে। গতকাল রাতে রাজধানী গুলশানের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় শবনম ফারিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি এতে অংশ নেন অভিনেত্রী জয়া আহসান, তানিয়া আহমেদ, চয়নিকা চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, মুমতাহিনা টয়া, সাফা কবির, অভিনেতা আব্দুন নূর সজল, সাদিয়া জাহান প্রভা, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, সঙ্গীতশিল্পী সোমনুর মনির কোনাল, বাঁধন সরকার পূজা, নির্মাতা অনম বিশ্বাস, মাবরুর রশিদ বান্নাহসহ শোবিজ অঙ্গনের অনেকে।

পালকীতে বসে গানের তালে নাচতে নাচতে হলুদ অনুষ্ঠানে আসেন ফারিয়া। এছাড়াও অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে তিনিও মেতে উঠেন গানের ছন্দে। আর বর অপু আসেন হলুদ রঙের ভেসপায় চড়ে। এদিকে, আগামী ১ ফেব্রুয়ারি মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার একটি কনভেনশন সেন্টারে ফারিয়া-অপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফারিয়ার সঙ্গে তার পরিচয় হয়।

https://youtu.be/E3rEsukphzc?t=99

Share this content:

Back to top button