জাতীয়বাংলাদেশলিড নিউজ

নিজামীর স্ত্রীর স্কুল থেকে জামায়াতের ১৮ নেতাকর্মী আটক

এ বি এন এ : জামায়াতে ইসলামীর সাবেক আমির, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর স্ত্রীর পরিচালিত একটি স্কুল থেকে জামায়াতে ইসলামীর বাড্ডা থানা শাখার আমিরসহ ১৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোরে বাড্ডার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ‌্যাণ্ড কলেজ থেকে তাদের আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ‘গোপন বৈঠক করছে’- এ খবর পেয়ে শুক্রবার ভোরে পুলিশ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ‌্যাণ্ড কলেজে অভিযান চালিয়ে তাদের আটক করে।  তিনি বলেন, বাড্ডা ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর হোল্ডিংয়ে ছয়তলা ওই বাড়ির তৃতীয় ও ষষ্ঠ তলা ছাড়া বাকি ফ্লোরগুলো স্কুল ও কলেজের কাজে ব্যবহৃত হয়। ষষ্ঠ তলায় বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন কেফায়েত উল্লাহ এবং তৃতীয় তলায় বাড়ির মালিক বেলাল হোসেন থাকেন। ওসি জলিল জানান, যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহার নিজামী ওই স্কুলের অধ্যক্ষ। শামছুন্নাহার জামায়াতে ইসলামীর মহিলা বিভাগেরও সেক্রেটারি। তাকেও আটক করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, “তিনি স্কুলের অধ্যক্ষ, কিন্তু ঘটনার সময় তিনি ছিলেন না।” আটককৃতদের মধ্যে বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন ও ভবন মালিক বেলালও রয়েছেন জানিয়ে তিনি বলেন, বাড়ি ভাড়া দেওয়ার সময় নিয়ম মেনে সব তথ্য নেওয়া হয়েছিল কি না তা জানতে বেলালকে আটক করা হয়েছে।  ফখরুদ্দিনের স্ত্রী ও দুই মেয়ে এবং বেলালের স্ত্রী ও মাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে তারা ‘আটক নন’ বলে জানিয়েছেন ওসি। ওই ভবন থেকে কোনো কিছু জব্দ করা হয়েছে কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Share this content:

Related Articles

Back to top button