আন্তর্জাতিকলিড নিউজ

‘নিখোঁজ’ ইন্টারপোল প্রেসিডেন্ট চীনে গ্রেপ্তার

এবিএনএ: প্রায় এক সপ্তাহ ‘নিখোঁজ’ থাকার পর ইন্টারপোল প্রেসিডেন্ট মেং হোংওয়েইকে চীনের নিরাপত্তা বাহিনী আটক করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। শনিবার পত্রিকাটি জানিয়েছে, ‘একটি তনন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।’ মেং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রথম চীনা বংশোদ্ভূত প্রেসিডেন্ট। গত সপ্তাহে ইন্টারপোলের সদর দপ্তর প্যারিস থেকে চীনে পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে যায় চীনা নিরাপত্তা বাহিনী। তবে মেংকে কোন তদন্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা জানায়নি হংকং ভিত্তিক চীনা পত্রিকাটি। মেং একই সঙ্গে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী। মর্নিং পোস্ট জানায়, মেংয়ের স্ত্রী ফ্রান্সের পুলিশের কাছে তার নিখোঁজ হওয়ার খবর জানানোর পর এটা নিয়ে ধুম্রজাল তৈরি হয়। ফ্রান্সের পুলিশ জানিয়েছে এ ব্যাপারে মেংয়ের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে তারা। গেল ২৯ সেপ্টেম্বরের পর থেকে মেংকে আর জনসম্মুখে দেখা যায়নি বলেও জানিয়েছে ফ্রেঞ্চ পুলিশ।

Share this content:

Related Articles

Back to top button