বাংলাদেশরাজনীতিলিড নিউজ

খালেদার মুক্তির দাবিতে বিএনপির ঝটিকা মিছিল

এবিএনএ : রাজধানীর গুলশান-বনানী এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল হয়েছে। রোববার সকাল পৌনে আটটার দিকে মিছিলটি বের করা হয়। মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ-মিছিলটি বনানী বাজার থেকে শুরু হয়ে গুলশান ১ নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে রিজভী বলেন, ‘সকালে আমরা বিক্ষোভ-মিছিল করেছি। তবে এটা পূর্বঘোষিত কোনো কর্মসূচি নয়। চেয়ারপারসনের মুক্তির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে বিক্ষোভ করতে পারি। এতে কর্মসূচির প্রয়োজন হয় না।’ তিনি আরও বলেন, ‘আমিতো অনেকটা বন্দি অবস্থায় আছি। কাউকে বলে কয়ে কোথাও যাওয়া যায় না। তাই যখনই সুযোগ পাই তখনই মিছিল করে আবার অফিসে চলে আসি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button