আমেরিকা

নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় পুলিশ সদস্য নিহত

এবিএনএ : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বন্দুকধারীর গুলিতে পুলিশের এক সার্জেন্ট নিহত হয়েছে। এসময় সন্দেহভাজন ওই হামলাকারীও নিহত হয়েছে। শুক্রবার বংক্স এলাকার একটি  সড়কে এ ঘটনা ঘটে।

 পুলিশ কমিশনার জেমস ও’নীল জানান, শুক্রবার দুপুর তিনটার দিকে এক নারী ফোন করে জানান এক সশস্ত্র ব্যক্তি একটি বাড়ির তালি ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে। বাড়িটিতে ওই ব্যক্তির তালাকপ্রাপ্তা স্ত্রী ও তাদের তিন বছরের শিশু সন্তান বাস করতো। পরে  পুলিশ সদস্যরা সেখানে যাওয়ার পর জানতে পারেন সন্দেহভাজন ওই ব্যক্তি একটি লাল গাড়িতে করে পালিয়ে গেছেন। পরে পুলিশ ধাওয়া করলে ওই ব্যক্তি গুলি ছোঁড়ে। এতে এক পুলিশ সদস্য নিহত হয় এবং আহত হয় আরেকজন। পুলিশের গুলিতে অবশ্য ওই হামলাকারী নিহত হয়েছে।

 নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও সাংবাদিকদের বলেছেন, ‘পুরো শহর শোকগ্রস্ত এবং নিউ ইয়র্ক পুলিশ বিভাগও শোকগ্রস্ত।’

Share this content:

Back to top button