আন্তর্জাতিক

ভাল্লুক যখন বিয়ের সাক্ষী

এবিএনএ : বিয়ে মানেই সামাজিক বন্ধন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রীতিতে বিয়ে করে মানুষ। ধর্মীয় ও সামাজিক রীতিতে থাকে ভিন্নতা। বিয়েতে সাক্ষী থাকার বিষয়টি প্রায় সব বিয়েতেই স্বাভাবিক।
ভাল্লুক যখন বিয়ের সাক্ষী
তবে এবার রাশিয়ার এক বিয়েতে দেখা গেল ব্যতিক্রমী এক ঘটনা। এক দম্পতির বিয়েতে স্বাক্ষী হলো ভাল্লুক।
বর ও কনে স্টেপান নামে এই ভাল্লুককে বিশেষ অতিথি হিসেবে বিয়েতে নিমন্ত্রণ জানায়, আর তাকে সাক্ষী রেখেই বিয়ে করে। তার সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন তারা।
সামাজিক মাধ্যমে তাদের বিয়ের  ছবি ছড়িয়ে পড়ে। সবাই বিয়ের মজার মজার ছবি শেয়ার দিতে থাকেন।

Share this content:

Back to top button