আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে নির্বাচন ২৩ সেপ্টেম্বর

এবিএনএ : নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোট হবে আগামী ২৩ সেপ্টেম্বর। অর্থনীতি গতিশীল ও সরকারকে স্থিতিশীল করার লক্ষে এই নির্বাচন প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে।

বুধবার দেশটির প্রধানমন্ত্রী বিল ইংলিশ একথা জানান। নির্বাচনে প্রধানমন্ত্রী ইংলিশ বিলের রক্ষণশীল ন্যাশনাল পাটির নেতৃত্বাধীন জোট চতুর্থবারের মতো দেশটির সরকার গঠনের আশা করছে। জন কি-এর পদত্যাগের পর ডিসেম্বর মাসে ইংলিশ দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনী প্রচারণায় কোন বিষয়টিকে গুরুত্ব দিবেন এমন প্রশ্নের জবাবে ইংলিশ ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির’ কথা জানান। তিনি বলেন, নির্বাচিত হতে পারলে বছরে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ অর্থনীতি প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন।

Share this content:

Related Articles

Back to top button