এবিএনএ: নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছলো পাকিস্তান। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কিউইদের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় বাবর আজমের দল। সিডনিতে টসে জিতে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৫২/৪-এ। জবাবে ৫ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছে পাকিস্তান। ম্যাচে জোড়া ফিফটি হাঁকান দুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন রিজওয়ান। অন্যদিকে এবারের বিশ্বকাপে প্রথম অর্ধশতকের দেখা পেলেন বাবর আজম। বুধবার ৪২ বলে ৫৩ রান করেন পাকিস্তান অধিনায়ক। আর মোহাম্মদ হারিস করেন ২৫ বলে ৩০ রান। বিশ্বকাপে শুরুর চার ম্যাচেই এক অঙ্কের রানে (০, ৪, ৪, ৬) উইকেট খোয়ান বাবর।
টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুপুর ২টায় শুরু হবে মহারণ। আর টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামস।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।