এবিএনএ: বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায় ৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলো তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্থানীয় সময় রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত চলে এই পূজা অর্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউইয়র্ক সিটির সবগুলো পূজামণ্ডপেই বিপুলসংখ্যক ভক্তের সমাবেশ ঘটে। বিকাল থেকেই পূজামণ্ডপগুলোয় দর্শণার্থীদের ভিড় বাড়তে থাকে। বাহারী পোশাকে নিজেদের সাজিয়ে উৎসব-আনন্দে মেতে ওঠে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা, জ্যাকসন হাইটস, উডসাইড, সানিসাইড, ব্রঙ্কস ও ব্রুকলিনে মোট ১৮টি দুর্গাপূজার আয়োজন বাংলাদেশিদের আয়োজনে সম্পন্ন হয়। সেখানে শত শত প্রবাসী বাংলাদেশি সনাতন র্ধমালম্বীরা অংশগ্রহণ করেন। জ্যাকসন হাইটসের ওঁমশক্তি মন্দিরের পুরোহিত প্রবাস চক্রবর্ত্তী বলেন, পৃথিবী থেকে সকল অশুভ শক্তি দূর হোক আর ফিরে আসুক সকলের মাঝে সুখ শান্তি। তিনি আরও বলেন, দেবীদুর্গার কাছে প্রার্থনা সকল মানবজাতির কল্যাণসহ মানুষে মানুষে হানাহানি বন্ধ হোক এবং গড়ে উঠুক এক শান্তিময় অসাম্প্রদায়িক পৃথিবী। এদিকে দুর্গাপূজা উপলক্ষে এক ভিডিওবার্তায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা সকল ধর্ম-বর্ণ গোত্রের মাঝে সম্প্রীতির বন্ধন আর সুদৃঢ় হোক এ কামনা করে প্রবাসী হিন্দুদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রবাসী হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। পূজামণ্ডপে সিঁদুরখেলার মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন হয়।