আমেরিকালিড নিউজ

নিউইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

এবিএনএ : ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে জরুরি অবতরণের সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ৫৪তলা ভবনের ছাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাজিও জানিয়েছেন, হেলিকপ্টারটি ভবনের ছাদে আছড়ে পড়ার পর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় হেলিকপ্টারটিতে পাইলট একাই ছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলেও জানান মেয়র ব্লাজিও।

Share this content:

Related Articles

Back to top button