
এবিএনএ : আমেজ ও হৃদয়ের উষ্ণতায় নতুন বছর ২০১৮ সালকে বরণ করে নিয়েছে আমেরিকাবাসী। এজন্য নিউইয়র্কের টাইমস স্কয়ারে জমকালো বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্যগতভাবে স্থানীয় সময় রাত ১২ বাজতে এক মিনিট আগে (বাংলাদেশ সময় বেলা ১০টা ৫৯ মিনিট) চোখ ধাঁধানো ওয়াটারফোর্ড ক্রিস্টাল (Waterford crystal) বল ড্রপ-এর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় আমেরিকাবাসী।
নিউইয়র্ক ডেইলি নিউজ এর অনলাইনে বলা হয়েছে, এ বছর ইংরেজি বছরকে বরণ করে নিতে টাইমস স্কয়ারে জড়ো হয় ১০ লাখেরও বেশি মানুষ। তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে তারা নতুন বছরকে বরণ করতে সেখানে উপস্থিত হয়।
আমেরিকার গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে উপস্থিত সব বয়সী মানুষের শরীরে ভারি গরমের পোশাক। তবে চোখে মুখে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
খবরে আরও বলা হয়, বর্ষবরণের জন্য মার্কিনিরা সন্ধ্যা থেকে টাইমস স্কয়ারে জড়ো হয়। এ সময় তাদের বিনোদিত করার জন্য সন্ধ্যা থেকে রাত ১২.১৫ মিনিট পর্যন্ত চলে জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা।
Share this content: