
এবিএনএ : নিউইয়র্কের জ্যামাইকা ও কুইন্স থেকে ৫০ জনের বেশি করোনা আক্রান্ত রোগীকে নৌবাহিনীর জাহাজ ইউএসএনএস কমফোর্ট শিপে স্থানান্তর করা হয়েছে।
নৌবাহিনী মুখপাত্র জোনা ব্রুনো জানিয়েছেন, জ্যামাইকা হাসপাতালের রোগীদের মধ্যে ১০ জনকে কমফোর্ট জোনের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। ফ্লাশিং মেডিকেল সেন্টারসহ অন্য আরও ১৯ জন রোগীকে ইনটেনসিভ কেয়ারে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে অক্সিজেন শেষ হওয়ায় এ জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। জ্যামাইকা হাসপাতালে রোগীর সংখ্যা বেশি হওয়ায় ওই হাসপাতালের বাল্ক অক্সিজেন বিতরণব্যবস্থা নষ্ট হয়ে গেছে। এ কারণে তারা নেভাল হাসপাতালের সহযোগিতা চেয়েছে। জানা গেছ, এসব রোগীর মধ্যে ২১ জনের অবস্থা সংকটাপন্ন।
মার্কিন নৌবাহিনীর কমফোর্ট শিপ ম্যানহাটানের পশ্চিম পাশের পিয়ের ৯০–তে মার্চ মাসের শেষ সপ্তাহে এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সা করার জন্য এটি আনা হয়েছে। এক হাজার শয্যার এ ভাসমান হাসপাতালটি পুরো তৈরি হতে আরও কিছুদিন সময় লাগবে।
Share this content: