
এবিএনএ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্নস্থানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
এছাড়া প্রতিবাদকারীরা ছায়েদুল হককে দল ও মন্ত্রীর পদ থেকে বহিষ্কারেরও দাবি জানান। দাবি না মানা পর্যন্ত অবরোধ ও অবস্থান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার হিন্দু মহাজোটের পক্ষ থেকে এই অবরোধ শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থী ও অন্য আরও কয়েকটি সংগঠন এতে যোগ দেয়।
এরআগে সকালে অবরোধকারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন। এরপর তারা সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারীরা মন্ত্রীর পদত্যাগ, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি দিয়েছেন।
গত ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগকে কেন্দ্র করে নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা হয়। পরে হিন্দুপল্লীর আরও পাঁচটি ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
Share this content: