জাতীয়বাংলাদেশলিড নিউজ

নাসায় কাজ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি ৫ তরুণ

এবিএনএ: মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এই সংস্থাটি আয়োজিত ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’–এর  বিভাগে জয়ী হয়েছে ‘অলিক’ নামের একটি বাংলাদেশি দল। এই দলের পাঁচ তরুণ কাজ করার সুযোগ পাবেন নাসায়। জানা গেছে, ‘বেস্ট ইউজ অব ডেটা’ বিভাগে ওই দলের তৈরি ‘লুনার ভিআর’ সারাবিশ্বের ১ হাজার ৩৯৫টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হয়েছে। প্রতিযোগিতায় ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর ও জাপানের প্রকল্পকে তাদের প্রকল্প পেছনে ফেলে জয় লাভ করেছে। ‘অলিক’ দলটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। এই দলের সদস্যরা হলেন আবু সাবিক মাহদী, সাব্বির হাসান, বিশ্বপ্রিয় চক্রবর্তী, কাজী মাইনুল ইসলাম ও এস এম রাফি আদনান। তারা গত অক্টোবর মাসে দেশে আয়োজিত ওই প্রতিযোগিতায় অংশ নেয়।

Share this content:

Back to top button