বিনোদনলিড নিউজ

নারী দিবসে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

এবিএনএ: নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘যদি একদিন’ নামে সিনেমা। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনয়শিল্পী তাসকিন। এরই মধ্যে এর নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস। আর এ দিনই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে জানান এর পরিচালক।
সিনেমা প্রসঙ্গে তাহসান বলেন, ‘‘যদি একদিন’ সিনেমায় আমাকে ফয়সাল নামে একটি চরিত্রে দেখা যাবে। এর বেশি এখনই বলতে চাচ্ছি না। তবে গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম। রাজের সিনেমার গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন তা বলব না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, এটুকুর নিশ্চয়তা দিতে পারি।’’
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম সিনেমা। ‘এর আগে তিনি ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ নামে সিনেমা নির্মাণ করেন। তাহসান, শ্রাবন্তী ও তাসকিন ছাড়াও আরো অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, আফরীন শিখা রাইসাসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button