আমেরিকা

নারীদের নিয়ে ট্রাম্পের অশ্লীল বক্তব্যে মিশেল ওবামা ‘যথেষ্ট হয়েছে’

এবিএনএ : নারীদের নিয়ে করা ডনাল্ড ট্রাম্পের অশ্লীল সব মন্তব্যে নিন্দা জানিয়েছেন ফার্স্টলেডি মিশেল ওবামা। তিনি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে, এসব এখনই থামতে হবে।’ নারীদের নিয়ে ট্রাম্পের অশ্লীল মন্তব্য করা অডিও ও ভিডিও ফাঁসের পর এবারই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন মার্কিন ফার্স্টলেডি। এনবিসির খবরে বলা হয়, ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে নিঊ হ্যাম্পশায়ারে এক প্রচারণা সভায় আবেগী বক্তব্য রাখেন মিশেল। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য তাকে গভীরভাবে নাড়া দিয়েছে যেমনটা তিনি কখনও ধারণাও করেননি। তিনি অবশ্য ট্রাম্পের নাম উচ্চারণ করেননি। প্রার্থী বা হিলারির প্রতিদ্বন্দ্বী বলে সম্বোধন করেছেন। মিশেল ওবামা বলেন, এটা শুধু লকাররুমের আলোচনা ছিল না। এতে একজন ক্ষমতাধর ব্যক্তি আগ্রাসী যৌন আচরণ নিয়ে খোলামেড়া বড়াই করছিল।
তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো এই নির্বাচনে আমাদের এমন একজন প্রার্থী আছেন যিনি তার জীবদ্দশায় এবং এই প্রচারণায় নারীদের নিয়ে যেসব সব কথা বলেছেন তা এতটাই জঘন্য আর অবমাননাকর যে আমি তা মুখেও আনতে পারবো না। গত সপ্তাহে আমরা দেখেছি এই প্রার্থী নারীদের যৌন হয়রানি করা নিয়ে রীতিমতো বড়াই করেছে। আমি এটা চিন্তা থেকে সরাতেই পারছি না।’ মিশেল ওবামা বলেন, এটা স্বাভাবিক নয়। এটা চিরাচরিত রাজনীতি নয়। তিনি এ-ও বলেন, এটা রাজনীতির কথাও নয়। এটা মানুষের ন্যূনতম শালীনতার বিষয়।

Share this content:

Related Articles

Back to top button