আন্তর্জাতিক

নামাজ না পড়ায় বিয়ের ৫ দিনের মধ্যে স্বামীকে তালাক!

এবিএনএ : নামাজ না পড়ায় সদ্য বিবাহিত স্বামীকে তালাক দিয়েছেন এক নারী। মাত্র পাঁচ দিন আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
স্বামী নিয়মিত নামাজ না পড়ায় ওই সৌদি নারী ক্রুদ্ধ হয়ে পড়েছিলেন। তার এই সিদ্ধান্ত নিয়ে সৌদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

একজন জানিয়েছেন, নামাজের ব্যাপারে ইসলামের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নারী এমন একজনের সাথে থাকতে চাননি, যিনি ফরজ আদায় করতে চান না। তার জন্য যত তাড়াতাড়ি করা সর্বোত্তম যে কাজটি করা সম্ভব ছিল তিনি তা-ই করেছেন।
খালিদ নামের আরেকজন বলেন, ওই নারী ঠিক কাজটিই করেছেন।
ফাতিন নামের আরেকজন বলেছেন, পুরুষদের বিয়ে করা হয় তাদের সম্পদ বা ক্ষমতার জন্য নয়, বরং তাদের নৈতিকতা ও ধর্মীয় অনুশীলনের জন্য।

Share this content:

Back to top button