
এবিএনএ : ভ্যানে করে নাতি-নাতনিদের নিয়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা ঘুরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুই দিনের সফরে গোপালগঞ্জে যান বাংলাদেশের সরকারপ্রধান। শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে ভ্যানে চড়ে এ ভ্রমণে বের হন তিনি।
ওই সময় হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রীর কোলে দেখা যায় তার এক নাতিকে। আরেক নাতি ছিলেন ঠিক তার পেছনে বসে। এছাড়াও শেখ হাসিনার সঙ্গে ছিলেন ভাগ্নে (ছোট বোন শেখ রেহানার ছেলে) রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি।
Share this content: