বিনোদন

নাচলেন শুভ-জলি, নাচালেনও…

এ বি এন এ : গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর ‘নিয়তি’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও জলি। আসছে ১২ আগস্ট দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। মুক্তি উপলক্ষে রবিবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে প্রেস কনফারন্সের আয়োজন করা হয়। ক্যামেরার সামনে বেশ কবার নাচলেও এবারই প্রথমবারের মতো কোন সংবাদ সম্মেলনে দুজনকে নাচতে দেখা গেলো! ‘ঢাকাইয়া শাড়ি’ গানের তালে নেচেছেন তারা। অবশ্য শুরুতে শুভ বেশ নাছোড় ছিলেন। কিছুতেই নাচবেন না। কিন্তু জাজ মাল্টিমিডিয়ার কর্তাব্যক্তি আব্দুল আজিজের জোরাজুরিতে শেষমেষ নেচেই ছাড়ছেন। সঙ্গে আব্দুল আজিজ ও জাকির হোসেন রাজুকেও নাচিয়েছেন!

শুধু নাচ নয়, গাইতেও দেখা গেছে শুভকে। পরিচালকের অনুরোধে ‘তোকে ছেড়ে থাকি কী করে’ শিরোনামে ছবিরই একটি গান গেয়ে শুনিয়েছেন। ছবিতে মোট ছয়টি গান আছে। সেখান থেকেই এই গানটি গাওয়ার কারণ কী? শুভ জানালেন, এই গানের মধ্যেই নিয়তি চলচ্চিত্রের অন্তনির্হিত একটা ভাব আছে। আর গানটি আমার অসম্ভব ভালো লাগে।’

নিয়তির প্রেস মিটে আরও উপস্থিত ছিলেন মৌসুমী হামিদসহ ছবির কলাকুশলীরা।

এর আগে গত ১০ জুন ভারতের ৮৩টি হলে মুক্তি পায়  ছবিটি। সপ্তাহখানেক আগেই ছবির প্রচারণা শেষে ভারত থেকে ফিরেছেন আরিফিন শুভ। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।

 

Share this content:

Related Articles

Back to top button