
এবিএনএ: রাজধানীর নর্দ্দা এলাকায় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পর বিক্ষুব্ধ শিক্ষার্থী এ স্থানীয়রা সড়ক অবরোধ করে রেখেছেন। মঙ্গলবার সাড়ে ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কুড়িল বিশ্বরোডের নর্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় সুপ্রভাত পরিবহনের সব বাস আটক করে রাস্তা বন্ধ করে মিছিল করতে থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী লোকজনসহ সব বাসযাত্রীরা। তাদেরকে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে দেখা যায়। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, বাসের চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।
Share this content: