বাংলাদেশরাজনীতিলিড নিউজ

নব্বইয়ে এরশাদের পতন হয়নি, দাবি জিএম কাদেরের

এবিএনএ: ১৯৯০ সালে বিএনপি-আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের মুখে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হলেও তার ভাই জিএম কাদেরের দাবি, আন্দোলনে তার পতন হয়নি। বরং তিনি ক্ষমতা ছেড়ে জনগণের সঙ্গে মিশে গেছেন।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘১৯৯০ সালে হুসেইন মুহম্মদ এরশাদের পতন হয়নি। ওই সময় এরশাদ স্থান পরিবর্তন করেছেন। তিনি ক্ষমতা ছেড়ে সাধারণ মানুষের মধ্যে মিশে গেছেন। শেষ পর্যন্ত তিনি মানুষের অন্তরে চলে গেছেন। যার প্রমাণ পেয়েছি তার অসুস্থ থাকাকালে ও মৃত্যুর পরে। তার জানাজায় মানুষের ঢল নামে।’ চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের কথা উল্লেখ করে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পদক্ষেপের দিকে দেশবাসী তাকিয়ে আছে।’

জাতীয় প্রেসক্লাবে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য দনে জিএম কাদের। বাংলাদেশ জনতা লীগের (বিজেএল) ব্যানারে এই সভার আয়োজন করা হয়। জি এম কাদের বলেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ গড়তে একটা নেতৃত্ব দরকার। বর্তমান প্রধানমন্ত্রী কিছু পদক্ষেপ নিয়েছেন। দেশবাসী তার দিকে তাকিয়ে আছেন দুর্নীতির বিরুদ্ধে উনি আগামীতে কী ব্যবস্থা নেন।’

‘আমি সংসদে বলেছি, আপনার কাছে জনগণ অনেক কিছু প্রত্যাশা করেন। কারণ আপনি অনেক শক্তিশালী একজন নেত্রী। তার মত এত বেশি শক্তিশালী নেতৃত্ব নিয়ে ইতোপূর্বে কোনো সরকারপ্রধান ক্ষমতায় আসেনি।’ সাবেক এই মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আমরা ঋণী, এটা স্বীকার করি। তার সুযোগ্য কন্যা হিসেবে মানুষের অনেক প্রত্যাশা আছে তার কাছে। তিনি দীর্ঘদিন ধরে দেশ শাসন করছেন। দুর্নীতির বিরুদ্ধে বেশকিছু পদক্ষেপ নিচ্ছেন। আমাদের প্রত্যাশা এটি সঠিকভাবে বাস্তবায়ন করবেন। কারণ দেশ ও জাতি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চায়।’ বিজেএল-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ওসমান গণি বেলালের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান।

Share this content:

Related Articles

Back to top button