বাংলাদেশরাজনীতিলিড নিউজ

নতুন ইসি নিয়ে প্রশ্ন তোলা উচিত হবে না: তথ্যমন্ত্রী

এবিএনএ : রাষ্ট্রপতির নিয়োগকৃত নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা উচিত হবে না বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, যোগ্য, দক্ষ ও সৎ কর্মকর্তারাই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন। তারা চাকরিজীবনে কোনো ধরনের অন্যায় করেননি। তারা নিরেপক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে পারবেন।

মঙ্গলবার সচিবালয়ে নতুন নির্বাচন কমিশন নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। হাসানুল হক ইনু বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনই প্রধান ভূমিকা পালন করে থাকে। আর সরকার সহায়তা করে থাকে। আমরা তাদেরকে সহায়তা করবো।’

বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এমনটাই আমি প্রত্যাশা করি। বিএনপিও ওই নির্বাচনে আসবে বলে আমার বিশ্বাস। আর তাদের আসাও উচিত।’ নতুন প্রধান নির্বাচন কমিশনার বিএনপির আমলে ওএসডি ছিল। বিএনপির প্রতি তার ক্ষোভ থাকতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নতুন সিইসি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি আইনিভাবে তার দায়িত্ব পালন করেছেন। আর আইনিভাবেই তার বিষয়ে নিষ্পত্তি হয়েছে। সুতরাং কারও ওপর ক্ষোভের কোনো বিষয় এখানে নেই। বরং তার ওপর সবার আস্থা রেখেই কাজ করা উচিত বলে মনে করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button