জাতীয়বাংলাদেশলিড নিউজ

নতুন ইসির শপথ ১৫ ফেব্রুয়ারি

এবিএনএ : নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং চার নির্বাচন কমিশনাররা শপথ নেবেন আগামী ১৫ ফেব্রুয়ারি।
প্রধান বিচারপতি এস কে সিনহা ওই দিন বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পড়াবেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ। তিনি বলেন, ‘নতুন সিইসি ও কমিশনারদের শপথ প্রদানের জন্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। এরপর প্রধান বিচারপতি ১৫ ফেব্রুয়ারি শপথ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন।’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক সচিব কে. এম. নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন। নতুন এই ইসির অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন নির্বাচন কমিশনের অন্য চার সদস্য হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ (রাজশাহী) বেগম কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন।

Share this content:

Back to top button