জাতীয়বাংলাদেশলিড নিউজ

নগর ভবন থে‌কেই পরিষ্কার অভিযান শুরু কর‌লেন মেয়র

এবিএনএ: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবন থে‌কে পরিষ্কার অভিযান শুরু কর‌লেন মেয়র আতিকুল ইসলাম। শনিবার (১৪ মে) ঠিক সকাল ১০টা ১০ মিনিটেই ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র গুলশান নগর ভবনের  আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট পার্কিংয়ে প্রবেশ করলেন। সেখানে তি‌নি পরিত্যক্ত গাড়ি, জমে থাকা পানি ও মশার বংশ বিস্তার করার মতো পরিবেশ দে‌খে তাৎক্ষণিকভাবে সেগুলো পরিষ্কার করার নির্দেশ দিলেন।

সিটি করপোরেশনের যেসব জোনাল অফিস আছে, সেগুলোতে এডিসের লার্ভা পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, সেখানে যে এক্সিকিউটিভ আছেন, তার বিরুদ্ধে মামলা এবং জরিমানা হবে। অন্যান্য জায়গায় আমরা যেমন ব্যবস্থা গ্রহণ করি আমাদের অফিসগুলোতেও একই ব্যবস্থা নেওয়া হ‌বে। এসময় মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সবাই নিজে সচেতন হয়ে এই কার্যক্রমকে আরও বেগবান করতে প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে এগিয়ে আসুন। তাহ‌লেই ডেঙ্গু থে‌কে আমরা সবাই রক্ষা পাবো।

Share this content:

Back to top button