আমেরিকা
‘নকলবাজ’ হিলারি ক্লিনটন

এ বি এন এ : চলতি বছরের নভেম্বরে আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। দুই প্রার্থী ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড টাম্প এখনো একে অপরকে আক্রমণ করে চলেছেন কথার মাধ্যমে। এবার হিলারিকে ‘নকলবাজ’ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ বিভিন্ন বিষয়ে হিলারি আগে নিজের যেসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন এখন তার উল্টো অবস্থান নিয়েছেন। আগে হিলারি নিজের উদার মনোভাবের কথা বললেও কিন্তু রাতারাতি সে অবস্থান পরিবর্তন করে কঠোর হওয়া শুরু করেছেন। ট্রাম্প বলেন, তিনি এখন সেসব টার্ম ব্যবহার করা শুরু করেছেন সেগুলো আমি তৈরি করেছিলাম। এখন হিলারি তা কপি করছে। হিলারি হঠাৎ করেই কঠোর অবস্থান নিয়েছেন। ক্লিনটনের নীতি ও সিদ্ধান্তকে ‘প্রতারনাপূর্ণ’ বলেও আখ্যা দেন ট্রাম্প।
Share this content: