
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ সংবাদদাতা: নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ফারুক আহম্মেদ রাজু (৪৫) নামে এক ব্যবসায়ী ও বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাসুদ রানা নামের এক উকিলের সহকারী নিহত হয়েছে।
গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রাজু রাণীনগর সদরের পশ্চিম বালুভরা পোস্ট অফিস পাড়া গ্রামের ফজলার রহমান মাস্টার এর ছেলে। রাণীনগর রেলওয়ে ষ্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম জানান, এদিন বিকেল চারটা নাগাদ ঢাকা থেকে ছেরে আসা চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস রাণীনগর রেল ওয়ে ষ্টেশন পার হয়ে যায়। এরপর রেল গেটের দক্ষিনে চকের ব্রীজের অদুরে ঝালঘড়িয়া নামক এলাকায় ট্রেনে কাটা একজনের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পরিবারের লোকজন ব্যবসায়ী ফারুক আহম্মেদ রাজুর লাশ বলে সনাক্ত করে। তবে ওই জায়গায় কেন ? কিভাবে ট্রেনে কাটা পড়ে তার মৃতু হয়েছে তা বলতে পারেনি কেউ। রাজু রাণীনগর সদরে মাস্টার লাইব্রেরী এ্যান্ড ভারাইটি স্টোরের দোকান দিয়ে ব্যবসা করতেন। সান্তাহার জিএরপি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি-লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। অপরদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নওগাঁ সদর বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাসুদ রানা নামের এক উকিলের সহকারী নিহত হয়েছেন।
Share this content: