বিনোদন

‘ধূমকেতু’র আইটেমে হ্যাপি-পরীমনি

এবিএনএ : ক্রিকেটার রুবেলের সঙ্গে সম্পর্কের জেরে শোবিজের আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ফের সামনে এসেছেন। এবার ‘ধূমকেতু’ সিনেমায় আইটেম গানে নাচ দেখিয়ে হাজির হচ্ছেন তিনি। আর এই আইটেম গানে তার সঙ্গে দেখা যাবে সিনেমার অভিনেত্রী পরীমনিকে।

শফিক হাসান পরিচালিত ছবিটির আইটেম গানটি ৫ নভেম্বর গত সোমবার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ‘মাঝে মাঝে আসি’ শিরোনামের ৪ মিনিট ১০ সেকেন্ডের এ গানটিতে হ্যাপি-পরী ছাড়াও নেচেছেন অভিনেতা শাকিব খান ও অমিত হাসান।

মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনীনির্ভর সিনেমাটিতে একটি আইটেম গান ছাড়াও মোট চারটি গান থাকছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন-কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি, জোজো (ভারত)। সিনেমার চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ লিখেছেন মুনির রেজা।

সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও পরীমনি। এছাড়া অভিনয় করেছেন- তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি, আলীরাজ, জিয়া তালুকদারসহ অনেকে।

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’।

Share this content:

Back to top button