আন্তর্জাতিকলিড নিউজ

ধর্ষকের জিভ কামড়ে ছিঁড়ে থানায় জমা দিলেন নারী

এবিএনএ : সম্মান বাঁচাতে ধর্ষণের চেষ্টাকালে ধর্ষকের জিভ কামড়ে ছিঁড়ে নিলেন এক নারী। জিভের টুকরো জমা দিয়ে নিজেই অভিযোগ জানালেন থানায়। চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে ভারতের কেরলের কোচিতে।হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, আক্রান্ত ওই থানায় তাঁর প্রতিবেশী বছর ত্রিশের এক যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। ওই নারী নিজেই পুলিশকে জানান, গত সোমবার রাতে তিনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন আচমকাই তার ওপর ঝাঁপিয়ে পড়ে প্রতিবেশী ওই যুবক।

নারীর অভিযোগ, যুবক তাঁকে জড়িয়ে ধরে জোর করে চুমু খেতে থাকে। অতর্কিত এই ঘটনায় কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যান ওই তিনি। কিন্তু এর পরই সম্মান বাঁচাতে হামলাকারী যুবকের জিভে সজোরে কামড় বসিয়ে দেন তিনি। মুহূর্তের মধ্যে নারীকে ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। ঘটনার প্রমাণস্বরূপ ওই নারী যুবকের জিভের ২ সেন্টিমিটার লম্বা একটি টুকরো জমা দেন থানায় যা দেখে চোখ কপালে ওঠে সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের।ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭ (অপরাধমূলক অনধিকার প্রবেশ), ৩৫৪ (শ্লীলতাহানি) এবং ৩৬৭ (ধর্ষণচেষ্টা) ধারায় মামলা রুজু করে।জখম ওই অভিযুক্ত যুবকের খোঁজে স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে পুলিশ তল্লাশি শুরু করে। বেশ কয়েক ঘণ্টা তল্লাশির পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যুবকের জিভ সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এই মুহূর্তে তার জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Share this content:

Back to top button