
এবিএনএ : বাংলাদেশের সিটি করপোরেশনের প্রথম র্নিবাচিত নারী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সোমবার দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন।
হাজারো জনতার সঙ্গে পশ্চিম দেওভোগস্থ বাসভবন চুনকা ভবন থেকে হেটে তিনি নগরভবনে যান। যাওয়ার পথের মানুষ তাকে অর্ভ্যথনা জানান। নগরভবনে পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
নগরভবনের বারান্দায় দাড়িয়ে বঙ্গবন্ধু সড়কে অপেক্ষমাণ কয়েক হাজার জনতার উদ্দেশ্যে সেলিনা হায়াৎ আইভী বলেন, আপনারা আমাকে পুনরায় র্নিবাচিত করে নারায়ণগঞ্জবাসীর মান সম্মান রক্ষা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশ্বাস ও বিশ্বাস নিয়ে আমার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছিলেন নারায়ণগঞ্জবাসী সেই নৌকার পক্ষে রায় দিয়ে আমাকে নয় বরং নগরবাসী প্রধানমন্ত্রীর সেই আস্থার প্রতি সম্মান দেখানোতে আমি সকলের প্রতি কৃতজ্ঞ।
আইভী বলেন, নারায়ণগঞ্জবাসী যে সম্মান আমাকে দিয়েছেন তার ঋণ আমি ও আমার পরিবার কোনদিন শোধ করতে পারবনা।
গত ২২ ডিসেম্বর নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র র্নিবাচিত হন সেলিনা হায়াৎ আইভী।
Share this content: