বাংলাদেশরাজনীতিলিড নিউজ

দ্বিগুণ ভোটে জয়ের আশা কাদেরের

এবিএনএ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইভিএমে প্রাপ্ত ফলাফল অনুসারে বলা যায় দ্বিগুণ ভোটে গাজীপুরে জয়লাভ করবে নৌকা প্রতীক। অব্যাহত উন্নয়নের কারণেই জনগণের এ অকুণ্ঠ সমর্থন। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন আর অগ্রযাত্রার প্রতি জনগণের এ সমর্থন জাতীয় নির্বাচনেও অব্যাহত থাকবে বলে আশা করি। জ্বালাও-পোড়াও রাজনীতির কারণে সিটি নির্বাচনের মতো জাতীয় নির্বাচনে প্রত্যাখ্যাত হবে বিএনপি। এ সময় ১০০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেয়ার অভিযোগকে চ্যালেঞ্জ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, গাজীপুর এবং নয়া পল্টন সকাল থেকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আদতে এর কোন ভিত্তি নেই। পুরনো এবং মুখস্থ কিছু কথা তারা অতীতের মতো আজকেও বলেছে। তাদের এজেন্টরা যদি নাই আসে তাহলে কী করে বের করে দেয়া হয়, প্রশ্ন কাদেরের? হেরে গেলেই অশ্রাব্য অভিযোগ করে বিএনপি। বিএনপির প্রার্থীর জেতার সম্ভাবনা থাকলে নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতো না বিএনপি। অভিযোগ করা বিএনপির অভ্যাস।

Share this content:

Related Articles

Back to top button