বাংলাদেশরাজনীতিলিড নিউজ

দেশ বাঁচাতে আওয়ামী লীগকে বাঁচাতে হবে: ওবায়দুল কাদের

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকেও বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।’

বিএনপির ‘আগুন সন্ত্রাসের’ বিরুদ্ধে খেলা হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ১০ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারকে হটাতে পারেনি। ৩০ ডিসেম্বরেও পারবে না। তাদের মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত।’

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাব।’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ সারাবিশ্বে সমাদৃত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গান। নিজেদের টাকায় পদ্মা সেতু করে সবাইকে অবাক করে দিয়েছেন। সেই জন্য বিরোধীদের অন্তর জ্বালা ধরেছে। শেখ হাসিনাকে নির্বাচনে হারাতে পারবে না বলেই তারা ষড়যন্ত্র করছে।’

Share this content:

Back to top button