জাতীয়বাংলাদেশলিড নিউজ

বার্ষিক কর্মসম্পাদনে এলজিআরডি মন্ত্রণালয়ের রেকর্ড

এবিএনএ : বার্ষিক কর্মসম্পাদনে রেকর্ড সৃষ্টি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়। ২০১৫-১৬ অর্থবছরে ৯৮ দশমিক ৮৩ শতাংশ কর্ম সম্পাদন করেছে মন্ত্রণালয়টি। এটি সব মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে আমরা ৯৯ শতাংশেরও বেশি কর্মসম্পাদন করব। এই লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করলাম। মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে ৯৭ দশমিক ৫৮ শতাংশ কর্মসম্পাদন করেছি। প্রতিবছরই এই হার বাড়ছে। আশা করছি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। মন্ত্রী আরও বলেন, এই কর্মসম্পাদন চুক্তি খুবই জরুরি। এর মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে কাজের গুরুত্ব বাড়ে। কর্মকর্তারা কর্মসম্পাদনে আরও দায়িত্বশীল হয়।

Share this content:

Back to top button