
এবিএনএ : বিভিন্ন খাতে বাজেট বরাদ্দে সাধারণ মানুষের মতামত নিরূপণের জন্য বাজেট ডকুমেন্টকে আরো কার্যকর করে তুলতে সরকার জাতীয় বাজেটের বিষয় জরিপ পরিচালনার কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘শিশুদের বাজেট পাঠ সহায়িকা’ শীর্ষক পুস্তিকা প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘সাধারণ মানুষের জন্য কি ধরনের জাতীয় বাজেট হবে- এ বিষয় সুস্পষ্ট ধারণা নিয়ে আমরা গত ৮ বছর ধরে বৃহৎ আকারের বাজেট দিয়ে আসছি… আগের চেয়ে জনগণ এখন বাজেটের বিষয়ে অধিক সচেতন।’
তিনি বলেন, ‘শিশুর সার্বিক উন্নয়নের প্রতি বিশেষ নজর দিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো পৃথকভাবে আমরা শিশু বাজেট দিয়েছি।’ আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট তৈরিতে ২০১৭ সালের মার্চের আগে শিশু বাজেটের জন্য সুপারিশমালা প্রদানের জন্য তিনি শিশুদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেইসবিডার বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ।
সরকার ৭টি মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্বিতীয়বারের মতো পৃথক শিশু বাজেট দিয়েছে। ৭টি মন্ত্রণালয় হলো : প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
Share this content: