জাতীয়বাংলাদেশলিড নিউজ

প্রত্যেককে নিজস্ব নিরাপত্তাবলয় তৈরি করতে হবে

এবিএনএ : প্রত্যেকের মধ্যে নিরাপত্তাবোধ থাকতে হবে। সেই সঙ্গে নিজস্ব নিরাপত্তাবলয়ও তৈরি করতে হবে। আর এসব কাজে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা করবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর কলাবাগানে দু’জনকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি একেএম শহীদুল হক। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডটি সুপরিকল্পিত।

খুনিরা অনেক দিন ধরে রেকি করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে।’ আইজিপি বলেন, ‘আমাদের প্রত্যেক ব্যক্তির সেন্স অব সিকিউরিটি থাকতে হবে। তার নিজের, প্রতিবেশীর ও এলাকার নিরাপত্তা। প্রত্যেকের ঘরে ঘরে পাহারা দিয়ে পুলিশ কিংবা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পারবে না। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, বলয় তৈরি করতে হবে। আমাদের সহযোগিতা থাকবে।’ তিনি বলেন, ‘আমাদের সঙ্গে তাদের নিরাপত্তাকর্মী থাকবে। তাদের যে সোসাইটি থাকবে, তাদের সঙ্গে পুলিশের একটা সুসম্পর্ক থাকবে। প্রতিনিয়ত মিথস্ক্রিয়া থাকবে। তাদের পাশে আমরা থাকব। কিন্তু তাদেরও এগিয়ে আসতে হবে।’ এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘এই হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’ তিনি বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যার ধরণ এক মনে হলেও একটির সঙ্গে আরেকটিকে মেলানো যাবে না। আরেক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘প্রত্যেক অ্যাপার্টমেন্ট বা স্বতন্ত্র বাড়ির সবাইকে তারা সিসিটিভি লাগানোর জন্য অনুরোধ করেছেন, চিঠি দিয়েছেন। প্রত্যেক মহল্লার সমিতির সঙ্গে তারা বৈঠক করেছেন, সিসিটিভি লাগানোর জন্য তাদের অনুরোধ করেছেন।’ তিনি বলেন, ‘সবাই সিসিটিভি না লাগালে তাদের বাধ্য করা যায় না। বাধ্য করতে হলে সরকারকে আইন করতে হবে।’

Share this content:

Related Articles

Back to top button