জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যা ‘

এ বি এন এ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাবুল আক্তার পুলিশের একজন চৌকস পুলিশ কর্মকর্তা। তার স্ত্রী হত্যাকাণ্ডের বিষয়টি পৈশাচিক। এ ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরও শিগগিরই ধরে ফেলবো।

রোববার দুপুরে নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রীর পরিবারকে সমবেদনা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাবুল আক্তার একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী অফিসার। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গি দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অব্যাহত অভিযানকে বিভ্রান্ত করতেই পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, তাকে (বাবুল আক্তার) না পেয়ে তার স্ত্রীকে টার্গেট করা হয়েছে। তার মনোবল ভেঙে ফেলার জন্য এটা করা হয়েছে। জঙ্গিদের তাদের ধারণা, পুলিশের কাউকে হত্যা করলেই জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের মনোবল ভেঙে যাবে। কিন্তু পুলিশের মনোবল ভাঙবে না।

মন্ত্রী আরও বলেন, দেশে ৩৭টি টার্গেটেড কিলিংয়ের মধ্যে ৩১টির আসামি শনাক্ত করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িত ১৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রোববার বিকাল ৩টার দিকে বাবুল আক্তারের বাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ২০ মিনিট বাবুল আক্তারের বাসায় অবস্থান করেন।

Share this content:

Back to top button