বিনোদনলিড নিউজ

দেব-রুক্মিণীর বিয়ে নিয়ে হইচই

এবিএনএ : যেন আলোচনা-সমালোচনার শেষ নেই। এমনিতেই সিনেমাটিক সব চরিত্র। তারপরে সেই মানুষটি যদি হন দেবের মতো কোনও তারকা তাহলে কথাই নেই। বিশেষ করে দেবের বিয়ের খবর হলে তো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবেই। শুরু হয়েছে এই দুই তারকার বিয়ে নিয়ে হইচই। ৩০ জুন অরিজিত সেন নামে এক ব্যক্তি টুইট করেন। একটি নিউজ ক্লিপিং নিয়ে করা এই টুইট-এ তিনি দেব-কে ট্যাগ করেন। এতে অরিজিত জানতে চান দেব ও রুক্মিণীর বিয়ে নিয়ে যে খবর লেখা হয়েছে তা আদৌ সঠিক কি না? দেব নিজেই তাঁর উত্তর দিতে গিয়ে লিখেছেন গত ৩ নভেম্বর ধরে এই কথা তিনি শুনে আসছেন। সেইসঙ্গে নিউজ সোর্স-কেও পরিপক্ক হওয়ার পরামর্শ দিয়েছেন দেব। টুইটের শেষে আবার রুক্মিণী মিত্রকে ট্যাগ করে দেব মজার ছলেই লিখেছেন তাঁক প্রোপোজ করার এটাই সঠিক সময়। দেবের এই টুইট প্রত্যুত্তরের পরই ভক্তদের মধ্যে হইচই পড়ে যায়। বহু ভক্ত আবার টুইট করেন। এরই মধ্যে টুইট করেন দেবের সাম্প্রতিক ছবি কবীরের পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। তিনিও মজার ছলে লেখেন, ‘এতে বাসি খবর কেন দেয়? কেউ আমাকে জিজ্ঞেস করছে না কেন?’ বেশ কয়েক বছর ধরেই দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। এর আগেও দেব ও রুক্মিণীর ঘনিষ্ঠতাকে জড়িয়ে বিয়ের খবর চাউড় হয়েছে। কিন্তু, সে সব খবর যে সত্যি নয় সময়ের সঙ্গে তা প্রমাণিত হয়েছেন। তবে, দেব বা রুক্মিণী কেউ তাঁদের সম্পর্কের অন্য কোনও অ্যাঙ্গেল নিয়ে কখনও মুখ খোলেননি। দুজনেই বন্ধুত্বের সম্পর্ক বলে বিতর্ক এড়িয়েছেন। তবে, নিন্দুকদের দাবি, দেব-কে ছেড়ে তাহলে অন্য কোনও নায়কের সঙ্গে কেন অভিনয় করছেন না। আর এটা সকলেই জানে যে মডেলিং কেরিয়ার থেকে রুক্মিণীকে অভিনয় জগতে আনার পিছনে দেবের বড় রকমের ইন্ধন রয়েছে। তাই দেব ও রুক্মিণী-র সম্পর্ককে নিয়ে কলকাতার বাংলা চলচ্চিত্র মহলে গুঞ্জন আছেই। আপাতত এই গুঞ্জন-ফিসফাস থাকবে তাতে কোনও সন্দেহ নেই। আর দেবের ভক্তরাও তাঁদের প্রিয় নায়কের বিয়ের খবর নিয়ে মাতবেন এতেও কোনও দ্বিমত নেই। ফল দেবের টুইটকে ঘিরে ক্রমেই লম্বা হচ্ছে রিটুইট। ইন্টারনেট।

Share this content:

Related Articles

Back to top button