
এবিএনএ : নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর আশাবাদের কথা জানিয়েছেন বিএনপির নেতারা। বলেছেন, এই আলোচনায় তারা খুশি। এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এই খুশির ভাবটা শেষ পর্যন্ত থাকে কি না, সেটা তারা দেখবেন।
রবিবার বঙ্গভবনে সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমহীর বলেছেন, ‘আমরা আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে খুশি হয়েছি, আশাবাদী হয়ে উঠেছি।’
২০১২ সালে নির্বাচন কমিশন গঠনের আগে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের বিষয়টি তুলে ধরেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জিল্লুর রহমান সাহেবও সংলাপ ডেকেছিলেন। প্রথম দিন এসে তারা বিএনপি বলেছিল ফলপ্রসূ আলোচনা, খুশি খুশি কিন্তু পরবর্তীতে তারা তাদের খুশিভাব দেখাতে পারে নাই।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে এখন পর্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। … জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। এক্ষেত্রে সরকার এবং দলের কোন বাধা এবং হস্তক্ষেপ থাকবে না।’
ওবায়দুল কাদের বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল বিএনপি করছে তার খেসারত তাদের আজ পর্যন্ত দিতে হচ্ছে। তিনি বলেন, ‘যদি সেদিন বিএনপি নির্বাচনে অংশ নিত তাহলে যেভাবে থাকুক না কেন তারা আজ সংসদে থাকতো। তারা অংশ নেয়নি বলেই সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এতো বেশি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। যা আমাদের দোষ না।
আগামী সংসদ নির্বাচনে বিএনপি আর ২০১৩ সালের মতো ভুল করবে না বলেও মনে করেন ওবায়দুল কাদের।
Share this content: