বাংলাদেশরাজনীতিলিড নিউজ

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

এবিএনএ : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপির প্রথম সারির নেতাদের নিয়ে মঙ্গলবার ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বিএনপি নেত্রীর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

এদিন, খালেদা জিয়ার শ্রদ্ধা জানানোর পর জিয়াউর রহমানের পর জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎসজীবী দলসহ বিএনরি বিভিন্ন অঙ্গ সংগঠন ফুল দিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।

এদিকে, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধি কমপ্লেক্সে জাতীয়তাবাদী ওলামা দল দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করেছে। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ওলামা দলের এই আয়োজনে শরিক হয়েছেন খালেদা জিয়া। এছাড়া দল ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী শ্রদ্ধা জানানো জিয়া উদ্যানে ভিড় করেন।

Share this content:

Related Articles

Back to top button