
এবিএনএ : যুক্তরাষ্ট্রের শীতকালীন ঝড়, প্রবল বর্ষণ ও তুষারপাতে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এ প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা জানায়, ঝড়ের সতর্কতাসহ নিউজার্সি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত উপকূলীয় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূল থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত প্রচন্ড ঝড়ের সতর্কতা কার্যকর থাকবে। পুলিশ জানায়, ভার্জিনিয়ার দক্ষিণাঞ্চলে ৪৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একটি গাছ ভেঙ্গে পড়লে তিনি প্রাণ হারান। কর্তৃপক্ষ জানায়, রিচমন্ডের দক্ষিণের চেষ্টারফিল্ড কাউন্টিতে ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে। বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার ওপর একটি গাছ ভেঙ্গে পড়লে সে মারা যায়। বাল্টিমোর দমকল বিভাগ জানায়, ঝড়ের কারণে ভেঙ্গে পড়া গাছের ডালের আঘাতে ৭৭ বছর বয়সী এক নারী মারা গেছেন। এদিকে, নিউইয়র্কের পুটনাম ভ্যালিতে গাছ ভেঙ্গে পড়ে ১১ বছর বয়সী এক বালক নিহত হয়েছে। অন্যদিকে, নিউপোর্টে ৭০ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
Share this content: