আমেরিকালিড নিউজ

দুর্বৃত্তের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত

এবিএনএ : যুক্তরাষ্ট্রে হাওয়াই দ্বীপপুঞ্জে বিপদগ্রস্থ এক নারীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে হাওয়াইয়ের রাজধানী হনুলুলুতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন ও হাওয়াই নিউজ নাউ। নিজ বাসায় ছুরিকাঘাতে আহত এক নারীর ফোন পেয়ে তার বাসায় পুলিশের একটি দল যাওয়ার পর সন্দেহভাজন দুর্বৃত্ত গুলি ছুড়লে এক নারী কর্মকর্তাসহ পুলিশের দুই সদস‌্য মারা যান।

হনুলুল পুলিশ প্রধান সুশান ব‌্যালার্ড রোববার রাতেে (স্থানীয় সময়) এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশের দলটি আহত নারীকে নিয়ে ওই বাসা থেকে বের হয়ে রাস্তায় অপেক্ষামান অ‌্যাম্বুলেন্সে দিকে যাচ্ছিলেন। এ সময় জেরি হ্যানেল নামে একজন এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এতে ওই দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস‌্যরা ঘটনাস্থলে আসলে তাদের ওপরও গুলি চলতে থাকে।

প্রায় একই সময় ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরো ছয় বাড়িতে। স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অন্তত সাতটি বাড়ি পুড়ে যায় বলে জানায় হনুলুলু পুলিশ। পরে সেখানে দুই নারীসহ আরো তিনটি মৃতদেহ পাওয়া গেলেও পুলিশ তাদের পরিচয় জানাতে পারেনি। এই তিনজনের মধ‌্যে সন্দেহভাজন বন্দুকধারী রয়েছে কিনা তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাছাড়া ওই তিনজন কিভাবে মারা গেছে, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

Share this content:

Related Articles

Back to top button