এবিএনএ : ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, রাজনৈতিক সংকটের কারণে দায়েশ বা আইএসআইএল বিরোধী লড়াই ক্ষতিগ্রস্ত হতে পারে। দুর্নীতি মোকাবিলায় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে রাজনৈতিক সংকটের মুখে পড়েছে দেশটির সরকার।
দুর্নীতি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে সরকার মন্ত্রিসভায় রদবদল করেছে। মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত বিলের উপর ভোটাভুটি নিয়ে সংসদ সদস্যরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। গত বুধবার বিলের ওপর ভোটাভুটির প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। গতকালও (বৃহস্পতিবার) ভোটাভুটির উদ্যোগ ব্যর্থ হলে অধিকাংশ সাংসদ স্পিকারকে পদচ্যুত করার পক্ষে রায় দেয়।
আগামীকাল তারা নয়া স্পিকার নির্বাচন করবে বলে ঘোষণা করেছে। এরপর থেকেই দেশে রাজনৈতিক উত্তেজনা বেড়ে গেছে। রাজনৈতিক সংগঠন ‘হেজবে ইসলামি’ হুঁশিয়ারি দিয়ে বলেছে, স্পিকারকে পদচ্যুত করার সিদ্ধান্তের কোনো বৈধতা নেই।
ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সংসদের আহ্বানেই মন্ত্রিসভায় পরিবর্তন এনে নয়া মন্ত্রিদের তালিকা সংসদে পেশ করেছেন। কিন্তু একদল সাংসদ প্রশাসনে তাদের প্রভাব ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় মন্ত্রিদের তালিকা পাসের বিষয়ে ভোটা