আমেরিকা
ভালো বোধ করছেন হিলারি

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে এখন তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। বলেছেন, আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন। ৯/১১’র অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হওয়ার একদিন পর টেলিফোনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার খবর তিনি প্রকাশ করেননি। কারণ তিনি বুঝতে পারেননি বিষয়টি এতোটাই প্রকট হবে। ডাক্তাররা তাকে পাঁচদিন বিশ্রামে থাকতে বলেছিলেন। কিন্তু ডাক্তারের উপদেশ মতো তিনি চলেননি।
আগামী দিন-কয়েকের মধ্যেই প্রচারণায় ফিরবেন বলেও জানিয়েছেন তিনি।
গত রোববার ৯/১১’র হামলায় নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠনে হিলারি অজ্ঞান হয়ে পড়েন। পরে ডাক্তাররা জানান, শুক্রবার তার শরীরে নিউমোনিয়া ধরা পড়ে।
Share this content: