জাতীয়বাংলাদেশলিড নিউজ

দুই সাংবাদিককে মারধর : এএসআই সাময়িক বহিষ্কার

এবিএনএ : তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালের শেষ মুহূর্তে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানার সামনে আটক ব্যক্তিদের ফুটেজ নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দুই গণমাধ্যম কর্মী। এ ঘটনায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আহত দুই গণমাধ্যমকর্মী হলেন- বেসরকারী স্যাটেলাইট চ্যানেল এটিএন নিউজের রিপোর্টার কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলীম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, রমনা) মারুফ হোসেন সরদার সাংবাদিকদের জানিয়েছেন, ওই ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে এএসআই এরশাদকে চিহ্নিত করে বহিষ্কার করা হয়েছে। জড়িত বাকি পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Share this content:

Back to top button