জাতীয়বাংলাদেশলিড নিউজশিক্ষা

দুই সপ্তাহ পেছাচ্ছে একুশে বইমেলা!

এবিএনএ : করোনা মহামারির প্রকোপের মধ্যে এবারের অমর একুশে বইমেলাও যথাসময়ে শুরু হচ্ছে না। এই মেলা দুই সপ্তাহ পিছিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

রবিবার দুপুরে তিনি ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন। বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, অফিসিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। কবি নূরুল হুদা জানান, এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও তাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়ে থাকে। তবে গত বছর করোনার প্রকোপের কারণে প্রায় দেড় মাস পর শুরু হওয়া এই মেলা কঠোর বিধিনিষেধের কারণে তেমন জমেনি। এবার যথাসময়ে বইমেলা শুরু হবে বলে জানিয়েছিল বাংলা একাডেমি। তবে গত কয়েক সপ্তাহ ধরে করোনার প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান।

Share this content:

Back to top button