
এবিএনএ : করোনা সংক্রমণে খুলনা বিভাগে একদিনের মৃত্যুতে এর আগের সব রেকর্ড ভেঙে গেছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে মারা গেছেন ৫১ জন। একই সময় নতুন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৭০ জন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণে মোট মৃত্যু হয়েছে এক হাজার ২৬৫ জনের। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৪ জনে।
আজ সোমবার (৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার (৪ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে বিভাগের খুলনার ১৩ জন, বাগেরহাটের দুজন, যশোরের ছয়জন, মাগুরার একজন, ঝিনাইদহের পাঁচজন, কুষ্টিয়ার ১৭ জন, চুয়াডাঙ্গার দুইজন ও মেহেরপুরের পাঁচজন রয়েছেন।
এই সময়ে আক্রান্ত হয়েছেন খুলনার ২৩৯ জন, বাগেরহাটের ১২১ জন, সাতক্ষীরার ১০২ জন, যশোরের ২৮৬ জন, নড়াইলের ৭০ জন, মাগুরার ৩৪ জন, ঝিনাইদহের ৮৬ জন, কুষ্টিয়ার ২৯২ জন, চুয়াডাঙ্গার ১৫২ জন ও মেহেরপুরে ৮৮ জন।
Share this content: