এবিএনএ : সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন পিয়া জান্নাতুল। প্রায় দেড় মাসব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে মাইক্রোফোন হাতে নজর কেড়েছেন এই লাস্যময়ী। ছাপ রেখেছেন সফল উপস্থাপনার। বিশ্বকাপের মাঠ থেকে গাজী টিভির হয়ে উপস্থাপনা করেন পিয়া। সেই রেশ কাটতে না কাটতেই ফের বড় পর্দার জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি।
রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজি’ ছবিতে পিয়াকে দেখা যাবে তা আগে থেকেই জানা ছিল। কিন্তু চুক্তিবদ্ধ না হওয়ায় নিশ্চিত ছিলেন না কোন পক্ষই। অবশেষে সেই চুক্তি সম্পন্ন করলেন পিয়া। সোমবার দিবাগত রাতে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পিয়াল হোসেনের প্রযোজনায় এই ছবিতে পিয়ার বিপরীতে দেখা যেতে পারে সিয়ামকে। জানা গেছে, এটি ফিল্ম ইন্ডাস্ট্রির গল্পনির্ভর একটি ছবি। সেপ্টেম্বরে শুরু হবে এর শুটিং। উল্লেখ্য, রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান পিয়া।