দিল্লিতে কানাডার তরুণীকে ধর্ষণ

এবিএনএ : ভারতের রাজধানী দিল্লিতে আবার বিদেশি নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে পূর্ব দিল্লির লক্ষ্মীনগর এলাকার একটি গেস্ট হাউসের ম্যানেজারের বিরুদ্ধে কানাডার এক তরুণীর ধর্ষণের অভিযোগ উঠেছে। দুই বান্ধবীর সঙ্গে দিন দু’য়েক আগেই ভারতে এসেছেন তিনি। নির্যাতিতা তরুণীর এক পরিচিত পরিবার দিল্লিতেই থাকে। সেই সূত্রেই বেড়াতে এসে প্রথম দু’দিন রাজধানীতে থাকাই মনস্থির করেছিলেন তিনি। তারমধ্যেই এই ঘটনাটি ঘটে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্ত ব্যক্তির নাম অভিষেক। বুধবার ধৃতের বিচারবিভাগীয় হেফাজত দিয়েছে আদালত।
জানা গিয়েছে, ওই তরুণী তার দুই বান্ধবীকে নিয়ে সোমবার দিল্লিতে আসেন। মঙ্গলবার রাতে এখানকার আত্মীয়ের পরিবারের সঙ্গে তারা হাউস খাস ভিলেজের একটি পাবে যান। সেখানে আরও কিছু পরিচিত বন্ধুও যোগ দেয়। সেই পরিচিত বন্ধুদেরই একজন অভিযুক্ত। পাবেই ওই যুবক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। রাত সাড়ে ১২টায় ওই তরুণীকে সঙ্গে নিয়ে লক্ষ্মীনগরের একটি গেস্ট হাউসে যায় অভিযুক্ত। ওই গেস্ট হাউসের ম্যানেজারের পদে কর্মরত সে।অভিযোগ, সেখানেই তরুণীকে ধর্ষণ করে ওই যুবক। এরপর ওই তরুণী কোনও রকমে একটা ক্যাবে করে দিল্লির এইমসে আসেন এবং গোটা ঘটনাটি জানান। বুধবার ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
Share this content: