আন্তর্জাতিকলিড নিউজ
দায়িত্ব গ্রহণ করলেন কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট

এবিএনএ : মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে সোরনবাই জিনভিকভ আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।জিনভিকভ (৫৯), বিদায়ী প্রেসিডেন্ট আলমাজবেক আতামবাবেক এর ঘনিষ্ঠ সহযোগী। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকালে দেশের একতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

ক্ষমতা গ্রহণের সময়টিকে স্মরণীয় করে রাখতে সামরিক বাহিনী বিশাল শব্দে ৬০ লাখ লোকের মুসলিম অধ্যুষিত দেশটির রাজধানী বিসকেকে কামান দাগানো হয়। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশটির দু’জন প্রেসিডেন্ট ইতিপূর্বে ২০০৫ ও ২০১০ সালে বিদ্রোহের রোষানলে পড়ে ক্ষমতা হারান। ২০১০ সালে বিদ্রোহের সময় দেশটিতে জাতিগত সহিংসতায় কয়েকশ’ লোক নিহত হয়।

স্বাধীনতার পর প্রথম প্রতিযোগিতামূলক সাধারণ নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে জিনভিকভ প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধী ওমরবাক বাবনভ মোট ভোটের মাত্র এক তৃতীয়াংশ ভোট পান।
Share this content: